Past Perfect Continuous Tense Definitions & Examples

Past Perfect Continuous Tense Definitions & Examples.

Definition (সংজ্ঞা) : অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝালে Verb-এর Past perfect continuous tense হয়।

Structure (গঠন): Sub + had been + present participle

Uses (ব্যবহার): Present perfect tense-এর সাথে Present perfect continuous-এর যে সম্পর্ক বিদ্যমান, Past perfect continuous এবং Past perfect tense-এর মধ্যেও অনুরূপ সম্পর্ক রয়েছে ।

(i) অতীতকালে কোন কিছু বলার পূর্বে আরম্ভ হয়ে বলার সময় পর্যন্ত চলছিল কিংবা বলার সামান্য পূর্বে সমাপ্ত হয়েছিল বোঝাতে আমরা Past perfect continuous ব্যবহার করি। যেমন—

It was now five and I became tired because I had worked since dawn = It was now five and I became tired because I had been working since dawn.

(ii) একটি মাত্র কাজ প্রকাশের ক্ষেত্রে Past perfect tense এবং Past perfect continuous-এর মধ্যে পার্থক্য আছে।

By five o’clock I had repaired the engine (This job had been completed). I had been repairing the engine-এখানে বলার পূর্ব পর্যন্ত সময় সে কিভাবে কাটিয়েছে বলা হয়েছে। কাজটি শেষ হয়েছে বলা হয়নি ।

নিচের Sentence দুটি লক্ষ্য কর :

He had been painting the door (The paint was probably wet).
He had painted the door (perhaps recently, perhaps sometime ago).